ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, পেকুয়া পেকুয়া-চকরিয়া সড়কের পেুকয়া চৌমহনী রাস্তা মোড়ে বাম পার্শ্বে অবস্থিত। সাধারণ তথ্য ডির্পার্টমেন্টকে একিভূত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ গঠিত হয়। উক্ত সময় সাব ডিভিশন গুলিতে উপ-সহকারী পরিচালকের দপ্তর সৃজিত হয়। ১৯৮৪ সালে বিভাগের সুবিধার্থে উপ-সহকারী পরিচালককে আয়ন-ব্যয়নকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়।এ সময় থেকে বিভাগটি মানব সেবায় আন্তরিকভাবে কাজ করে আসছে। , চকরিয়া ফায়ার সার্ভিম সিভিল ডিফেন্স ষ্টেশনে দুটি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। সাধারন মানুষের দৌরগোড়ায় আমাদের এ্যাম্বুলেন্স সেবা পেৌছে যাচ্ছে। যে কোন অগ্নিকান্ড, দৃর্ঘটনা ও দুযোগ মোকবেলায় সহযোগিতার ফায়ার সার্ভিস কতৃক ২০০জন কমিউনিটি সেচ্ছাসেবকের মধ্যে ১৫০জন সেচ্ছাসেবক ইতিমধ্যে প্রশিক্ষন প্রদান সম্পন্ন করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস